ব্লগ বা ওয়েব সাইটে ভিজিটর বাড়ানোর ২৪ টি পদ্ধতি
7 years ago | Date : November 8, 2017 | Category : ওয়েব বিষয়,জানা-অজানা,পরামর্শ | Comment : Leave a reply |ব্লগে ভিজিটর বাড়ানোর ২৪ টি পদ্ধতি নিয়ে আজকের আলোচনা । একটি ব্লগ তৈরী করা সহজ। কিন্তু সেই ব্লগে ট্রাফিক বা ভিজিটর নিয়ে আসা খুবই কঠিন। একটি নতুন ব্লগে ভিজিটর নিয়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়। প্রত্যেক ব্লগারই প্রথম দিকে অল্প ট্রাফিক পেয়ে হতাশ হয়ে যান এবং ব্লগিং এর ক্ষেত্রে ইহাই একমাত্র প্রধান কারণ।
প্রথম দিকে সবাইকেই অল্প ভিজিটর নিয়ে ব্লগিং করতে হয়। ভিজিটর বা ব্লগের ট্রাফিক বাড়ানোর জন্য ফলো করতে হয় কিছু নিয়ম। সেক্ষেত্রে এসইও (Search Engine Optimization) হল প্রধান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্লগের ট্রাফিক বাড়ানোর ১০১টি পদ্ধতির প্রথম পর্ব।
তাহলে চলুন দেখা যাক ব্লগে ভিজিটর বাড়ানোর ১০১টি পদ্ধতির প্রথম পর্বে কি থাকছে সেটা দেখে নিই। প্রথম পর্বে শেয়ার করবো সোসিয়াল মেডিয়া। সোসিয়াল মেডিয়া ব্যবহার করে ব্লগে কিভাবে ট্রাফিক নিয়ে আসবেন চলুন সেটা দেখে নেই।
সোসিয়াল মেডিয়া (Social Media)
- ফেইসবুকে আপনার পোষ্ট শেয়ার করুন।
- আপনার বন্ধুদের বলুন আপনার পোষ্ট সোসিয়াল মেডিয়াতে শেয়ার করার জন্য।
- আপনার ব্লগের নামে একটি ফেইসবুক পেইজ খুলুন এবং সেখানে আপনার পোষ্ট শেয়ার করুন।
- ব্লগের নামে একটি ফেইসবুক গ্রুপ খুলুন এবং সেখানে টার্গেটেড ইউজারদের এড করুন।
- Reddit এ জয়েন করুন এবং সেখানে আপনার ব্লগের পোষ্ট শেয়ার করুন।
- টুইটারে আপনার পোষ্ট শেয়ার করুন। যথা সম্ভব হ্যাশ ট্যাগ ব্যবহার করুন।
- StumbleUpon এ জয়েন করুন এবং আপনার পোষ্ট শেয়ার করুন। সাথে সাথেই কিছু ভিজিটর পেয়ে যাবেন।
- ব্লগে সোসিয়াল মেডিয়া বাটন ব্যবহার করুন।
- পোষ্টের নিচে সোসিয়াল মেডিয়া বাটন যোগ করুন। এতে সহজেই ইউজাররা আপনার পোষ্ট শেয়ার করতে পারবে।
- Feed Burner এ RSS Feed তৈরী করুন।
- RSS Feed বাটন আপনার ব্লগে যুক্ত করুন।
- ই-মেইল সাবস্ক্রাইব বক্স যুক্ত করুন।
- ব্লগে যতগুলো কমেন্ট হবে সবগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন।
- ভিজিটরদের কাছ থেকে যতগুলো ই-মেইল পাবেন সবগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন।
- ভিজিটরদের মনযোগ আকর্ষন করার চেষ্টা করুন।
- Linkedin এ জয়েন করুন এবং পোষ্ট শেয়ার করুন।
- Pinterest এ জয়েন করুন এবং পোষ্ট শেয়ার করুন।
- Digg এ জয়েন করুন এবং পোষ্ট শেয়ার করুন।
- Google + এ জয়েন করুন এবং পোষ্ট শেয়ার করুন।
- Google + Community তে যোগ দিন এবং আপনার ব্লগের পোষ্ট শেয়ার করুন।
- আপনার ব্লগ সম্পর্কিত Google + Community তে যোগ দিন।
- ইমেইল-সিগনেচার এ আপনার ব্লগের লিংক যুক্ত করুন।
- আপনার ব্লগ সম্পর্কিত ফেইসবুকে গ্রুপে জয়েন করুন এবং আপনার পোষ্ট শেয়ার করুন।
- সফল ব্লগারদের সাথে যোগাযোগ রাখুন। তাদের কাছ থেকে কিছু জানতে চেষ্টা করুন।